আমরা কম-বেশি সবাই Headache বা মাথা ব্যথা সমস্যায় ভুগি। জীবনে কখনো মাথা ব্যথায় ভোগেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। বিভিন্ন কারনে আমাদের মাথা ব্যথা হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে- Tension Headache, Migraine Headache, Cervicogenic Headache ইত্যাদি।
Headache এর অন্যতম শ্রেণি হচ্ছে Cervicogenic Headache। সারাবিশ্বের ২-৩% মানুষ Cervicogenic Headache-এ ভোগে। যাঁদের Headache আছে তাদের মধ্যে ১৭% মানুষ এরই Cervicogenic Headache রয়েছে।
Cervicogenic Headache নিরূপণের অন্যতম বিষয় হচ্ছে সঠিক Assisment। খুব সহজভাবে আমরা Assisment এর মাধ্যমে কনফার্ম হতে পারি যে এটি Cervicogenic Headache কি না।
Cervicogenic Headache এর এভিডেন্স বেসইড চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপির জনপ্রিয় ম্যানুয়াল শাখা Mulligan technique। এগুলার মধ্যে রয়েছে Fist traction, SNAGs, Reverse SNAGs ইত্যাদি।
সার্ভাইক্যাল রিলেটেড মাথা ব্যথার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা ম্যাজিক এর মত কাজ করে। তাই এই ধরনের মাথা ব্যথার জন্য ফিজিওথেরাপি চিকিৎসক এর কাছে যেতে পারেন। যাঁদের দীর্ঘদিন ব্যাথানাশক নিয়েও মাথা ব্যথা কমছে না, তাঁরা আশা করি ফিজিওথেরাপি চিকিৎসক এর পরামর্শ ও চিকিৎসা নিয়ে উপকৃত হবেন।
মাথা ব্যথা সম্পর্কিত যেকোন পরামর্শ নিতে যোগাযোগ করুন আমাদের সাথে।