আসুন ইন্টারেস্টিং একটি সমস্যা সোরিয়াটিক আর্থ্রাইটিস (Psoriatic Arthritis) সম্পর্কে জানি
আমাদের কাছে হাঁটু ব্যথার রোগী আসলে আমরা হিস্ট্রি নিই, কন্ট্রাকটাইল, নন কন্ট্রাকটাইল, স্পেশাল টেস্ট করে আমরা ডায়াগনোসিস করি। কিন্তু এগুলো করে যদি তেমন কোন সমস্যা না পাওয়া যায় তবে কনফিউজড হতে পারি আমরা। এক্ষেত্রে, একটু ভেবে দেখতে হবে যে সমস্যাটি সোরিয়াসিক আর্থ্রাইটিস (Psoriatic Arthritis) কী না!
সোরিয়াটিক আর্থ্রাইটিস (Psoriatic Arthritis) একটি দুর্লভ রোগ। হঠাৎ করে জয়েন্ট স্টিফনেস, জয়েন্ট ফুলে যাওয়া এই রোগের ফিচার। যাদের সিরিয়াসিস থাকে তাদের সোরিয়াটিক আর্থ্রাইটিস থাকতে পারে। আবার যাদের সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে তাদের ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে সোরিয়াসিস পাওয়া যায়।
সোরিয়াসিসে স্কিন প্যাচ, ড্রাই স্কিন পাওয়া যায়। সোরিয়াটিক আর্থ্রাইটিস একটি নন প্রগ্রেসিভ সমস্যা। স্পেসিফিক কারনও নেই, স্পেশাল টেস্টও নেই। এমআরআই, ডায়াগনোসটিক আল্টাসাউন্ড ও অন্যান্য এন্টিবডি কালচার করে এটি মুটামুটি নিশ্চিত হওয়া যায়।
একজন রিউমাটোলোজিস্ট এর পাশাপাশি একজন ফিজিওথেরাপিস্ট জয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সোরিয়াটিক আর্থ্রাইটিসের ব্যথা ও স্টিফনেস প্রশমনের ক্ষেত্রে। MWM, স্পেসিফিক Muscle Group Strengthening, Cryotherapy খুব ভালো চিকিৎসা সোরিয়াটিক আর্থ্রাইটিসের ব্যথা ও স্টিফনেসে।
আশা করি, ছোট এই আর্টিকেল থেকে কিছুটা শেয়ার করতে পেরেছি।